চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

লোহাগাড়ায় জমির টপসয়েল কাটায় ২ লক্ষাধিক টাকা জরিমানা

লোহাগাড়া সংবাদদাতা

৩০ জানুয়ারি, ২০২৪ | ১০:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় জমির টপসয়েল কাটার দায়ে তিন ব্যক্তিকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল থেকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল লায়েল।

 

অভিযানে উপজেলার কলাউজানের ফোরকানকে ৫০ হাজার টাকা, বড়হাতিয়ার জঙ্গলীপীর পাড়ার সাইফুলকে ১ লাখ টাকা এবং চরম্বা মাইজবিলা বড়ুয়া পাড়ার আবু বক্করকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান জানান, জমির টপসয়েল কাটায় উপজেলার বড়হাতিয়া, কলাউজান ও চরম্বা এলাকায় তিনব্যক্তিকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি সতর্কও করা হয়। অভিযান অব্যাহত থাকবে।

 

 

পূর্বকোণ/মনির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট