৪৪টি ইভ্যান্ট নিয়ে শেষ হলো কাফকো স্কুল এন্ড কলেজের বার্ষিক আন্ত: হাউস ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪। সোমবার (২৯ জানুয়ারি) কাফকো কলোনী মাঠে উপাধ্যক্ষ সমীরণ চৌধুরীর সভাপত্বিতে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন কাফকো সিওও ও প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ ফারুক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএম এডমিন এস. এম. আলমগীর রহমান, সিবিএ সেক্রেটার খাইরুল বাশার।
অনুষ্ঠানে বিচারিক দায়িত্ব পালন করেন মাঈন উদ্দিন জাহেদ, আখতার হোসাইন, আনোয়ারুল আজিম , মাহিদুল হোসাইন, মিসেস আফরোজা সুলতানা, মিসেস লিমা রহমান। ফিল্ড মার্শালের দায়িত্ব পালন করেন কাজী মাজহারুল আনোয়ার।
উল্লেখ্য, সপ্তাহব্যাপি এ প্রতিযোগিতায় তিন হাউসে বিভক্ত ছাত্রছাত্রীরা মোট ৪৪টি ইভ্যান্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিকালের পর্বে যেমন খুশি তেমন সাজো ও অভিভাবকদের মাঝে ফানি গোইম ও পুরস্কার বিতরণ পর্ব অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। উল্লেখ্য এবার চ্যাম্পিয়ন হয় কর্ণফুলী, রানারআপ হয় তিতাস হাউস।
পূর্বকোণ/আরআর/পারভেজ