চট্টগ্রাম রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

উখিয়ায় বালি হাঁস উদ্ধার করে অবমুক্ত

উখিয়া সংবাদদাতা

২৯ জানুয়ারি, ২০২৪ | ১০:০৪ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় শিকারির হাত থেকে বালি হাঁস উদ্ধার করে অবমুক্ত করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ।

 

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ পাখি অবমুক্ত করেন।

 

তিনি জানান, খবর পেয়ে শিকারির কবল থেকে অতিথি পাখি উদ্ধার করা হয়। পরে পাখিগুলো অবমুক্ত করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ আইনে অতিথি পাখি শিকার করা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অভিযান চলমান থাকবে।

 

জানা যায়, শীতের মৌসুমে উপজেলার রাজাপালংয়ের মাছকারিয়াসহ বিভিন্ন জলাশয়ে খাদ্যের খোঁজে আসা অতিথি পাখি ফাঁদ বসিয়ে শিকার করে আসছিল সংঘবদ্ধ চক্র। শিকারিরা এসব পাখি শিকার করে বাজারে প্রকাশ্যে বিক্রি করে।

 

দোছড়ি বিট কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদুজ্জামান জানান, পরিবেশ আইন অমান্য করে অতিথি পাখি শিকারিদের নাম-ঠিকানা অনুসন্ধান করে বনবিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

 

উল্লেখ্য, বালি হাঁস ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের এবং মায়ানমারের কোকো দ্বীপের একটি স্থানীয় প্রজাতি। এদের সেখানকার ডোবা ও উপহ্রদে দেখা যায়। এছাড়া ম্যানগ্রোভ অরণ্যের কাছেও দেখা যায়।

 

 

পূর্বকোণ/মানিক/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট