চট্টগ্রামের হাটহাজারী ১২ নম্বর চিকনদণ্ডি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসানুজ্জামান বাচ্চু (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ শনিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন একই ইউনিয়ন পরিষদের সদস্য তোফায়েল আহমদ।
তিনি জানান, বেশ কিছুদিন ধরে হাসানুজ্জামান বাচ্চু বিভিন্ন জটিল রোগে ভোগছিলেন। গতকাল দিবাগত রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম, সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস গনি চৌধুরী, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সম্পাদক সোহরাব চৌধুরী নোমান প্রমুখ।
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ