চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

আনোয়ারায় বটতলী রুস্তমহাটে ভয়াবহ আগুন

আনোয়ারা সংবাদদাতা

২৭ জানুয়ারি, ২০২৪ | ১০:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী রুস্তমহাটে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে সাতটি দোকান ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

শনিবার (২৭ জানুয়ারি) রাত ৮টার দিকে আগুন লাগে। এ রিপোর্ট লিখা পর্যন্ত আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। স্থানীয়রা আগুনে পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানায়।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টার দিকে হঠাৎ আগুন দেখা দিলে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। আগুনে গোলাম মোহাম্মদের না রাইসমিল, দৌলতের রাইসমিল, জামাল উদ্দিনের রাইসমিল, কাকুলি স্টুডিওসহ প্রায় সাতটি দোকান জ্বলছে। স্থানীয়রা রাইসমিল থেকে আগুনের সূত্রপাত বলে জানালেও সঠিকভাবে কেউ জানে না।

 

ব্যবসায়ী মো. শহিদ বলেন, পাশাপাশি তিনটি রাইসমিল, ওখান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানা যায়। আগুনের লেলিহান শিখা অনেক উপরে উঠেছে।

 

আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, আগুন লাগার পর আমরা নিয়ন্ত্রণে কাজ শুরু করি। তবে, রাত ৯টায়ও নিয়ন্ত্রণে আসেনি।

 

পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট