সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১০০ শয্যায় পরিণত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, ওই হাসপাতালে জরুরি চিকিৎসার জন্য একজন সার্জেন্ট নিয়োগ দেওয়া হবে।
শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা ১২টায় সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় হাসপাতালটির কার্যক্রম দেখে তিনি স্বাস্থ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের ভূয়সী প্রশংসা করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের এমপি এসএম আল মামুন।
তিনি বলেন, হাসপাতালটি ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার জন্য এবং একটি ট্রমা সেন্টারের জন্য ডিও দিয়েছি। মন্ত্রী তাৎক্ষণিক ১০০ শয্যার বিষয়ে একমত পোষণ করেছেন। ট্রমা সেন্টারের বিকল্প হিসেবে এখানে অপারেশন থিয়েটারকে আরও উন্নত করে একজন সার্জন দিয়ে জরুরিসেবা প্রদানে আশ্বাস দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব মো. জাহাঙ্গীর আলম, ডিজি অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম, পরিচালক প্রশাসন ডা. সামিউল ইসলাম, বিভাগীয় পরিচালক ডা. মো. মহিউদ্দিন, সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার কেএম রফিকুল ইসলাম, পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. নুর উদ্দিন, প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী প্রমুখ।
পূর্বকোণ/এএইচ