চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে ১০০ লিটার চোলাই মদসহ দুই বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জানুয়ারি) মাদক নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হল- পশ্চিম গোমদণ্ডীর চরখিদিরপুর গ্রামের ফজল আহমদের ছেলে আব্দুল খালেক (২৫) ও একই এলাকার আলী আহমদের ছেলে ইমন হোসেন (১৯)।
এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে জৈষ্ঠ্যপুরা গুচ্ছ গ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্লাস্টিকের বস্তা ভর্তি ১০০ লিটার পরিমাণ চোলাই মদ জব্দ করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, মদসহ গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
পূর্বকোণ/এএইচ