চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চা পাতা সংরক্ষণে অনিয়ম, লাখ টাকা জরিমানা

সীতাকুণ্ড সংবাদদাতা

২৫ জানুয়ারি, ২০২৪ | ৯:১৩ অপরাহ্ণ

সীতাকুণ্ডের বানুর বাজারে একটি ওয়্যার-হাউজে শুষ্ক পরিবেশে চা-পাতা সংরক্ষণ না করে খোলা আকাশের নিচে রাখায় ২৮ টন চায়ের ৩০ ভাগ নষ্ট হয়েছে। যার কারণে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) অভিযান পরিচালনা করেন বাংলাদেশ চা বোর্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন।

তিনি জানান, চা বোর্ড অনুমোদিত ওয়্যার-হাউজে অত্যন্ত যত্নসহকারে শুষ্ক পরিবেশে যথাযথ পরিষ্কার পরিচ্ছন্ন মেনে সংরক্ষণ করার কঠোর নির্দেশনা রয়েছে বাংলাদেশ চা বোর্ডের। অথচ সীতাকুণ্ডের ভাটিয়ারীতে অবস্থিত বাংলাদেশ ওয়্যার-হাউজ নামের একটা প্রতিষ্ঠান এক সপ্তাহ ধরে খোলা আকাশের নিচে, বৃষ্টিতে ভিজিয়ে চা সংরক্ষণ করে আসছে। ফলে ২৮ টন চায়ের মধ্যে ৩০ শতাংশই নষ্ট হয়েছে। তাই চায়ের গুণগতমান নষ্ট করার কারণে প্রতিষ্ঠানটির লাইসেন্স কেন বাতিল করা হবে না মর্মে এক সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

পূর্বকোণ/রাজীব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট