চট্টগ্রাম সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪

টেকনাফের লোকালয়ে মেছো বাঘের বাচ্চা, উদ্ধার শেষে অবমুক্ত

টেকনাফ সংবাদদাতা

২৪ জানুয়ারি, ২০২৪ | ১০:৫৫ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ পৌরসভার বাসটার্মিনাল এলাকা থেকে মেছো বাঘের একটি বাচ্চা উদ্ধার করেছে বন বিভাগ। এরপর টেকনাফ বন বিভাগের ন্যাচার পার্ক এলাকায় এটিকে অবমুক্ত করা হয়।

 

বুধবার (২৪ জানুয়ারি) বাসস্টেশন এলাকার আব্দু শুক্কুরের পান দোকানের খাঁচায় লুকিয়ে থাকা অবস্থায় বাচ্চাটি স্থানীয়রা দেখতে পান।

 

স্থানীয়রা জানান, পল্লানপাড়া এলাকার আব্দু শুক্কুর পান দোকান খোলার সময় একটি বাঘের বাচ্চা দেখতে পান। এরপর স্থানীয়রা এসে এটিকে জাল দিয়ে ধরে বন বিভাগকে খবর দেন।

 

টেকনাফ উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে মেছো বাঘের বাচ্চাটি উদ্ধারের পর রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসে। এটির বয়স এক থেকে দেড় বছর হতে পারে। বাচ্চাটিকে মাছ, মুরগি মাংস খেতে দেওয়া হয়। পরে বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনা পেয়ে এই পুরুষ মেছো বাঘটি টেকনাফ বন বিভাগের ন্যাচার পার্ক এলাকায় অবমুক্ত করা হয়। অবাধে বনজঙ্গল উজাড় হওয়ার কারণে খাদ্য সংকটে পড়ে মেছো বাঘের বাচ্চাটি লোকালয়ে ঢুকে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট