চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

খাগড়াছড়িতে ইউপিডিএফের দুই সদস্যকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

২৪ জানুয়ারি, ২০২৪ | ১২:৩১ অপরাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।  নিহতরা হলেন- রবি কুমার চাকমা (৪৫) এবং বিমল চাকমা (৫৫)।

 

বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মহালছড়ির দূরছড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে যাচ্ছে।

 

ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা জানান, ঘটনার সময় আমাদের তিনজন ছিলেন। দুজনকে হত্যা করা হয়েছে। অপরজন এখনো নিখোঁজ। এ ঘটনায় প্রতিপক্ষ সংস্কারপন্থীদের দায়ী করেছেন তিনি।

 

 

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট