চট্টগ্রাম রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে অকটেনসহ ধৃত ৩ চোরাচালানির অর্থদণ্ড

টেকনাফ সংবাদাদাতা

২৩ জানুয়ারি, ২০২৪ | ৯:২৭ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে ১১টি ড্রামে ৬৩৮ লিটার অকটেনসহ তিনজন চোরাচালানিকে আটক করেছে র‌্যাব-১৫। এরপর ভ্রাম্যমাণ আদালত চালিয়ে তাদেরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান চৌধুরী।

 

অর্থদণ্ডিতরা হল, টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া মৌলভী আব্দুর রহমানের ছেলে হাবিবুর রহমান (২২), দক্ষিণ লেঙ্গুরবিল মৃত আবুল কালামের ছেলে নুর হোসেন (৪০) ও টেকনাফ পৌরসভা নাইট্যংপাড়া মৃত মীর মোহাম্মদের ছেলে জাফর আলম (২২)।

 

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা ১১টি ড্রামে মোট ৬৩৮ লিটার অকটেন জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৮৪ হাজার টাকা।

 

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট