চট্টগ্রাম শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

সাতকানিয়ায় কাভার্ডভ্যানে গ্যাস বিক্রি, লাখ টাকা জরিমানা

সাতকানিয়া সংবাদদাতা

২২ জানুয়ারি, ২০২৪ | ৪:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের দেওদিঘি বাজারে কাভার্ডভ্যান থেকে সিএনজি অটোরিকশাতে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস বিক্রির দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এসময় গ্যাস প্রদানে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়।

সোমবার (২২ জানুয়ারি) সকালে সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী এ জরিমানা করেন।

এসময় তিনি বলেন, লাইসেন্স ব্যতীত ভ্রাম্যমাণ সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ডভ্যান থেকে সরাসরি সিএনজি অটোরিকশাতে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস বিক্রির দায়ে বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এর আওতায় মোক্তার আহমদকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একইসাথে সিএনজি সিলিন্ডার ভর্তি কাভার্ডভ্যানটি আটক করে পুলিশ হেফাজতে প্রদান করা হয়েছে।

 

 

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট