চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

রাউজানে অবৈধ ৫ ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

রাউজান সংবাদদাতা

২১ জানুয়ারি, ২০২৪ | ১০:৩০ অপরাহ্ণ

বৈধ কাগজপত্র না থাকায় চট্টগ্রামের রাউজান সদরের পাঁচটি ডায়াগনস্টিক সেন্টার ২৪ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

 

রবিবার (২১ জানুয়ারি) বিকেলে এ নির্দেশ দেন রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর।

 

তিনি জানান, অভিযানকালে উপজেলার রাউজান ডায়াগনস্টিক সেন্টার, মেডিকো ডায়াগনস্টিক সেন্টার, স্টার ল্যাব ডায়াগনস্টিক সেন্টার, লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও ইনটেনসিভ ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করি। এসব প্রতিষ্ঠান বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এবং নানাবিধ অনিয়মের কারণে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করতে নির্দেশ প্রদান করা হয়েছে।

 

তিনি আরো জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে মানহীন, বৈধ কাগজপত্রবিহীন স্বাস্থ্য কেন্দ্রগুলো করে দেয়ার নির্দেশনা দেয়ার কারণে এই অভিযান করি।

 

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন