চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

হাটহাজারীতে আট বছর বয়সী শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

হাটহাজারী সংবাদদাতা

২০ জানুয়ারি, ২০২৪ | ১১:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে নিখোঁজের আট দিন পর ৮ বছর বয়সী ফাইজা আকতার হালিমা নামে এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে মদুনাঘাট তদন্ত কেন্দ্র পুলিশ।

 

শনিবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার শিকারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাজী নেয়ামত আলী সড়কের ইডেন নূর স্কুল ও ইডেন নুর ইনস্টিটিউট অব টেকনোলজি স্কুলের পেছনের একটি জমি থেকে ওই শিশুর লাশটি উদ্ধার করা হয়।

 

শিশু ফাইজা ভোলা সদরের ৯ নম্বর ওয়ার্ডের গাজীর চর এলাকার কাসেম ব্যাপারী বাড়ির আকবর হোসেনের কন্যা। তবে, সে দীর্ঘদিন ধরে তার বাবার সাথে হাটহাজারী উপজেলা শিকারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জসিমের ভাড়া ঘরে বসবাস করত।

 

শিশুটির লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দীন সুমন জানান, বিগত আট দিন ধরে শিশু ফাইজা নিখোঁজ ছিল। এর মধ্যে শনিবার বিকেলে স্থানীয়রা তার অর্ধগলিত লাশ দেখতে পেয়ে আমাদেরকে অবহিত করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

 

 

পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট