চট্টগ্রাম রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

সাতকানিয়ায় সাবেক ইউপি সদস্যকে গুলি করতে এসে গ্রেপ্তার ৪

সাতকানিয়া সংবাদদাতা

২০ জানুয়ারি, ২০২৪ | ৫:১২ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় নিজের জমির চাষের ঘাস কাটতে বাঁধা দেওয়ায় কেঁওচিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবদুল মন্নানকে গুলি করার সময় চারজনকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

 

শনিবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের মাদারবাড়ি এলাকার প্রবেশমুখে এ ঘটনা ঘটে।

 

আহত ইউপি সদস্য আবদুল মন্নান কেঁওচিয়া ইউনিয়নের মাদারবাড়ি এলাকার মৃত কালু মিয়ার ছেলে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- ঢেমশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আলমগীরপাড়ার মোহাম্মদ হারুনের ছেলে ফয়সাল উদ্দিন, একই এলাকার হারুনের ছেলে মোহাম্মদ সানজিদ, ৫ নম্বর ওয়ার্ড মাইজপাড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে শাহাদত হোসেন মিশু ও খোরশেদ আলমের ছেলে জাসেদ বিন সাদেক।

 

হামলায় আহত সাবেক ইউপি সদস্য আবদুল মান্নান পূর্বকোণকে বলেন, কেঁওচিয়ায় ৮০ শতক জমিতে ঘাস চাষ করেছি। আজ জমিতে গিয়ে দেখি এক যুবক আমার ঘাস কেটে নিয়ে যাচ্ছে। আমি তাকে বাধা দিলে সে আমাকে গুলি করার হুমকি দেয়। আমি সেখান থেকে চলে আসলে রাস্তারমাথা এলাকায় সানজিদ ১০/১২ জন সন্ত্রাসী কয়েকটি অস্ত্র নিয়ে আমার উপর হামলা করলে স্থানীয়রা তাদের মধ্যে চারজনকে আটক করে। তখন স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

 

স্থানীয় ব্যবসায়ী শামসুল ইসলাম বলেন, সাতকানিয়া রাস্তারমাথা, কেরানিহাট এলাকায় বিভিন্নস্থানে এরা অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি করতো। আমরা সন্ত্রাস প্রতিরোধে ঐক্যবদ্ধ।

 

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউল হক চৌধুরী বলেন, অস্ত্রসহ চারজনকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছে জনগণ।তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় কেঁওচিয়ার সাবেক ইউপি সদস্য আবদুল মন্নান বাদী হয়ে মামলা দায়ের করবেন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট