চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

সৈয়দ আহমদ উল্লাহ (র.)’র ওরস উপলক্ষে মোটরযান র‌্যালি কাল

রাউজান সংবাদদাতা

১৯ জানুয়ারি, ২০২৪ | ১০:০৩ অপরাহ্ণ

আগামী ২৪ জানুয়ারি (১০ মাঘ) গাউছুল আযম মাইজভান্ডারী হযরত শাহছুফি মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ (র.) ১১৮তম ওরস শরীফ উপলক্ষে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি রাউজান উপজেলা সমন্বয় কমিটির মোটর   অনুষ্ঠিত হবে।

 

আগামীকাল শনিবার (২০ জানুয়ারি) বিশাল জশনে জুলুস তথা বর্ণাঢ্য এ র‌্যালি অনুষ্ঠিত হবে।

 

র‌্যালি কমিটির আহ্বায়ক কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা মোহাম্মদ হাবিবুল হোসাইন, সচিব আবু আক্কাস মানিক ও কর্মকর্তা সাদিকুজ্জামান সফি জানান, র‌্যালিটি সকাল ৮টায় উত্তর সত্তা থেকে শুরু হয়ে জলিল নগর, কদলপুর, পাহাড়তলী, নোয়াপাড়া, কাগতিয়া সূর্যসেন গেট হয়ে গহিরা হাইস্কুল মাঠে জোহরের নামাজের পর মিলাদ শেষে মোনাজাত হবে। এরপর তবরুক বিতরণের মাধ্যমে সমাপ্ত হবে।

 

এবারের র‌্যালিতে সহস্রাধিক মোটরযান অংশগ্রহণ করবে। ইতোমধ্যে ওই র‌্যালি উপলক্ষে কমিটি প্রস্তুতি সভা করে।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট