চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হযরত চাঁন্দ বক্স শাহ (রা.) মাজারের দানবাক্স চুরির ঘটনা ঘটেছে। তবে চোরের দল দানবাক্সটি ভেঙে টাকা পয়সা নিয়ে মাজারের অদূরে একটি শুকনো বিলে ফেলে গেছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) মাজারের ভক্তরা দানবাক্স চুরির বিষয়টি জানতে পারেন। পরে বিলের মাঝে খালি দানবাক্স দেখতে পান বলে জানিয়েছেন মাজার পরিচালনা কমিটির সভাপতি আব্দুল আউয়াল।
তিনি বলেন, মাজারের উন্নয়নমূলক কাজ চলমান থাকায় সবকিছু খোলামেলা অবস্থায় ছিল। এই সুযোগে চোরেরা দানবাক্সটি চুরি করেছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
কমিটির অর্থ সম্পাদক মো. জাবেদ বলেন, একমাস আগে সর্বশেষ দানবাক্সটি খোলা হয়েছিল। চোরের দল গত বৃহস্পতিবার রাত ১২টার পর দানবাক্স চুরি করেছে বলে ধারণা করছি।
গত বুধবার একই এলাকার হযরত আবদুল কাদের জিলানী (রা.) জামে মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটে।
পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ