চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

চকবাজার থেকে কাপ্তাইয়ে মাছ ধরতে গিয়ে লেকে ডুবে মৃত্যু

কাপ্তাই সংবাদদাতা

১৯ জানুয়ারি, ২০২৪ | ৮:৪২ অপরাহ্ণ

চট্টগ্রামের চকবাজার থেকে কাপ্তাই লেকে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে মো. বাপ্পি (৩২) নামে এক ব্যক্তির মৃত্য হয়েছে।

 

শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় এ ঘটনা ঘটে। বিকাল ৪টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

 

নিহত বাপ্পি নগরীর পাঁচলাইশের মৃত শওকত আকবরের ছেলে।

 

জানা যায়, কাপ্তাই ৪ নম্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জেটিঘাট ফিসারিঘাট নামক এলাকায় মাছ ধরতে গিয়ে লেকে পড়ে যায় বাপ্পি। পরে এলাকার লোকজন ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফকে খবর দেয়। তিনি পুলিশ ও ডুবুরি দলকে জানান। ডুবুরিরা বিকাল ৪টার দিকে মৃতদেহ উদ্ধার করে।

 

কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেয়া হয়েছে।

 

 

পূর্বকোণ/কবির/জেইউ/পারভেজ

শেয়ার করুন