চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

বোয়ালখালীতে পোলট্রি খামার পুড়ে ছাই, পুড়ল ১২০০ মুরগিও

নিজস্ব প্রতিবেদক

১৯ জানুয়ারি, ২০২৪ | ১:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি পোলট্রি খামার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ১ হাজার ২০০ মুরগিও পুড়ে যায়।

শুক্রবার (১৯ জানুয়ারি) ভোর ৪টায় পৌরসভার পূর্ব কালুরঘাট এলাকায় কামাল হোসাইনের পোল্ট্রি খামারে এই ঘটনা ঘটে।

পোলট্রি খামারি কামাল হোসাইন বলেন, ভোর ৪টায় আগুন লেগে আমার পোল্ট্রি খামার পুড়ে গেছে। এই খামারে ১২শ মুরগি ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ মো. সাইদুর রহমান। তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট