চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

বোয়ালখালীতে মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি

বোয়ালখালী সংবাদদাতা

১৮ জানুয়ারি, ২০২৪ | ৯:৪৯ অপরাহ্ণ

বোয়ালখালীতে মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা নিয়ে গেছে চোর। উপজেলার সারোয়াতলী ইউনিয়নের উত্তর কঞ্জুরী গ্রামে হযরত আব্দুল কাদের জিলানী (রা.) জামে মসজিদে এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করতে গিয়ে চুরির বিষয়টি জানতে পারেন।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী মো.ইকবাল হোসেন বলেন, গত বুধবার দিবাগত রাতের কোনো এক সময় চোরের দল মসজিদের বাইরের স্টোর রুমে তালা ভেঙে প্রবেশ করে। তারা স্টোর রুমে ঢুকে পাকা দানবাক্সের তালা ভেঙে দানের টাকা নিয়ে গেছে। প্রতিমাসে দানবাক্স খোলা হয় জানিয়ে তিনি আরও বলেন, গত ১০-১৫ দিন আগে দানবাক্স খোলা হয়েছিল। দানবাক্সে ২-৩ হাজার টাকার মতো পড়েছে হয়তো এই কয়দিনে। চুরির ঘটনায় আইনগত পদক্ষেপ নেবেন বলে জানান তিনি।

পূর্বকোণ/পূজন/ আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট