চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

তাযকেরা-এ-চেরাগে উম্মতে আহমদী (দ.) মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

১৮ জানুয়ারি, ২০২৪ | ১০:০১ অপরাহ্ণ

বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ‘ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.) কেবলা কাবার ১১৮তম মহান ১০ মাঘ উরস শরিফ উপলক্ষে ‘পঞ্চম তাযকেরা-এ-চেরাগে উম্মতে আহমদী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দরবার-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারী’র গাউসিয়া হক মঞ্জিলের ব্যবস্থাপনায় ‘মাইজভাণ্ডার শরিফ শাহী ময়দানে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব এবং বিশ্ববাসী, মুসলিম উম্মাহ ও যুদ্ধবিদ্ধস্ত দেশের নাগরিকের শান্তি কামনায় মুনাজাত পরিচালনা করেন, গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন ও ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট-এর মাননীয় ম্যানেজিং ট্রাস্টি হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)।‘মাদরাসা-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারী’র আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ মুজিবুল হক-এর সঞ্চালনায় মাহফিলে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, নাতে রাসুল (দ.) ও শানে গাউসুল আযম মাইজভাণ্ডারী পরিবেশন করেন যথাক্রমে হাফেজ মুহাম্মদ জুনায়েদ হাসান, মুহাম্মদ রেজাউল মনির ও মুহাম্মদ আরমান উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারী অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবুল কাছেম, শুভেচ্ছা বক্তব্য রাখেন মাইজভাণ্ডার শাহী জামে মসজিদের সাবেক পেশ ইমাম, মাওলানা নুরুল ইসলাম ফোরকানি এবং স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল আলম। ১১৮তম মহান ১০ই মাঘ উরস শরিফ উপলক্ষে ‘এস জেড এইচ এম ট্রাস্ট’-এর ১০ দিনব্যাপী কর্মসূচি উপস্থাপন করেন ‘উম্মুল আশেকিন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা’র সুপার মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন। নির্ধারিত বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন: ‘বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সুফিগণের অবদান’ বিষয়ে সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ নুরুন্নবী আজহারী, ‘হযরত গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.)’র খুসুসিয়ত’ বিষয়ে উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার প্রধান হাফেজ মাওলানা মুহাম্মদ আবুল কালাম, ‘শানে গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.)’ বিষয়ে গোমদণ্ডী দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী, ‘শানে গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.)’ বিষয়ে মাইজভাণ্ডার শাহী জামে মসজিদের খতীব মাওলানা মুহাম্মদ বশিরুল আলম, ‘শানে অছিয়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.) বিষয়ে ‘মাইজভাণ্ডারী একাডেমি’র সদস্য মাওলানা মুহাম্মদ মিনহাজ উদ্দিন।মাহফিলে ফটিকছড়ি উপজেলাধীন বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট