চট্টগ্রাম শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

আবারও বঙ্গবন্ধু টানেলে মুরগীবাহী ট্রাকের ধাক্কা, সরঞ্জাম ক্ষতিগ্রস্ত

আনোয়ারা সংবাদদাতা

১৮ জানুয়ারি, ২০২৪ | ৫:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে ফের দুর্ঘটনা ঘটেছে। এবার মুরগীবাহী ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে টানেলের ফ্রেম আর ফায়ার পয়েন্ট। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোর পৌনে ৪টায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

 

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, টানেলের ভেতর চাকা ফেটে মুরগীবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ধাক্কা দেয় টানেলের গায়ে। এতে ডেকোরেশন বোর্ড ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত হয় অগ্নিনির্বাপণ সরঞ্জাম। সিসিটিভি ক্যামেরায় দুর্ঘটনার চিত্র ধরা পড়ার পর সেতু কর্তৃপক্ষ এবং নেভি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। র‍্যাকার দিয়ে সরানো হয় ট্রাকটি।

 

বঙ্গবন্ধু টানেল প্রকল্পের সহকারী প্রকৌশলী তানভীর রিফা জানান, ভোরে একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে রেলিংয়ের পাশাপাশি দুর্ঘটনাকবলিত গাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। সঙ্গে সঙ্গে টানেলের নিরাপত্তাকর্মীরা পিকআপভ্যানটি জব্দ করেন।

 

এর আগেও একাধিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় কর্ণফুলীর নিচে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট