কক্সবাজারের টেকনাফে ১০ কোটি টাকা মূল্যের দুই কেজি ক্রিস্টাল মেথ-আইসসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
আজ বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে ওই উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কারবারির নাম খাইরুল বশর (৩২)। তিনি একই ইউনিয়নের জাদিমুরা (জিঞ্জিরাপাড়া) মৃত নজির আহমদের ছেলে।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আইসের চালানটির মূলহোতা খাইরুল বশরকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে তার ডান হাতে থাকা একটি শপিং ব্যাগের ভিতরে মাদক রয়েছে বলে স্বীকার করে। উক্ত তথ্যের ভিত্তিতে ২ কেজি আইস উদ্ধার করা হয়। উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ১০ কোটি টাকা। তার বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।
পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ