চট্টগ্রাম সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

রাউজানে ৪০ কেজি ওজনের বার্মিজ অজগর উদ্ধার

রাউজান সংবাদদাতা

১৬ জানুয়ারি, ২০২৪ | ১০:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানের লোকালয়ে খাবারের সন্ধানে আসা একটি বার্মিজ অজগর সাপ ধরা পড়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ৯ নম্বর পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তরপাড়া গ্রামের বশির মোহাম্মাদ শাহ পাড়া এলাকা থেকে সাপটি আটক করা হয়।

 

খবর পেয়ে স্নেক রেসকিউ বাংলাদেশ টিমের সদস্যরা সাপটি উদ্ধার করে বন কর্মকর্তাদের সহায়তায় পাহাড়ে অবমুক্ত করে। এটি দেখতে উৎসুক জনতা ভিড় করে। যার ওজন আনুমানিক ৪০ কেজি এবং প্রায় ১৫ ফুট লম্বা।

 

স্থানীয় যুবক ইমরান হায়াৎ খান বলেন, বসতঘরের পাশে সাপটি ঘোরাঘুরি করছিল। এক মহিলা দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা এসে সাপটি আটক করে। স্নেক রেসকিউ বাংলাদেশ টিমকে খবর দিলে তারা এসে সাপটি উদ্ধার করে।

 

স্থানীয় ইউপি সদস্য হাজী আমির হোসেন বলেন, বিশাল অজগর দেখতে পেয়ে স্থানীয়রা আটক করে। স্নেক রেসকিউ টিম ও বন বিভাগের সহায়তায় এটি পাহাড়ে অবমুক্ত করা হয়।

 

রাউজান ঢালা বিট কর্মকর্তা পল্লব কুমার সাহা সাপ উদ্ধারের সত্যতা স্বীকার করেন।

 

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট