কক্সবাজারের কলাতলী সী-পাল নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে রোহিঙ্গার বিয়ে পণ্ড করে দিয়েছে পুলিশ।
রবিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ হোটেল মোটেল জোনে গেলে পালিয়ে যায় বিয়েতে আসা শতাধিক রোহিঙ্গা অতিথি। পুলিশ বর-কনেসহ অর্ধশতাধিক রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
বিয়ে করতে আসা যুবক অস্ট্রেলিয়ার নাগরিক বলে জানা গেছে। তিনি একসময় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ছিলেন। উন্নত জীবনের আশায় প্রথমে মালয়েশিয়া পরে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান বর হামিদ উল্লাহ এবং সেখানে নাগরিকত্ব পান তিনি।
এদিকে হামিদ উল্লাহর সাথে আরও ১৮ জন বিদেশি নাগরিক এসেছেন বাংলাদেশে। তাদের মধ্যে ১৭ জন আগেরকার রোহিঙ্গা হলেও একজন জন্মসূত্রে অস্ট্রেলিয়ার নাগরিক। পুলিশ বিদেশি পাসপোর্টসহ ১৯ জনকে হেফাজতে নিয়েছেন। এদিকে পুলিশ আসার খবর পেয়ে পালিয়ে যায় হোটেল কর্মকতারা।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন শাকিল আহমেদ বলেন, খবর পেয়ে অভিযান চালানো হয়েছে ওই হোটেলে। আমরা যাদের পেয়েছি সবাইকে পুলিশ হেফাজতে নিয়ে আসি। এবিষয়ে এখনো কাজ চলছে। পরে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/আরাফাত/জেইউ/পারভেজ