চট্টগ্রামের আনোয়ারা উপকূল থেকে ১৩ জন মাঝিমাল্লাসহ নিখোঁজ একটি মাছ ধরার ট্রলারের ১১ দিন পর সন্ধ্যান মিলেছে। গত ৩ জানুয়ারি সাগরে ইঞ্জিন বিকল হলে ট্রলারসহ এসব মাঝিমাল্লারা নিখোঁজ হন।
বিষয়টি নিশ্চিত করে রবিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ট্রলারের মাঝি কালুমিয়ার সাথে মুঠোফোনে কথা বলেছেন বলেও জানান ট্রলারের মালিক ওবাইদুল হক মুন্না।
তিনি বলেন, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ট্রলারের মাঝি ফোনে জানায় তারা মিয়ানমারের জেটিতে রয়েছে, এরপর আমরা বাংলাদেশ নৌ বাহিনীর সাথে যোগাযোগ করি। বাংলাদেশ নৌ বাহিনী মিয়ানমারে নৌ বাহিনীর সাথে যোগাযোগ করে রাত ৭টায় নৌ বাহিনীর একটি জাহাজ মায়ানমারের উদ্দেশ্যে রওনা দেয়। আমরা রাতের মধ্যে হয়তো তাদের পেয়ে যাব।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি চট্টগ্রামের আনোয়ারার উপকূল রায়পুর ইউনিয়নের সরেঙ্গা থেকে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে গিয়ে ১৩ মাঝিমাল্লাসহ মা জননী নামের একটি ট্রলার ইঞ্জিন বিকল হয়ে নিখোঁজ হয়। ট্রলারটি রায়পুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ওয়াবইদুল হক মুন্না ও বটতলী ইউনিয়নের মিজানুর রহমানের যৌথ মালিকানাধীন।
পূর্বকোণ/সুমন/জেইউ