চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

সাতকানিয়ায় কৃষি জমির টপসয়েল কাটায় একজনের কারাদণ্ড

সাতকানিয়া সংবাদদাতা

১৪ জানুয়ারি, ২০২৪ | ৩:০৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার দায়ে একব্যক্তিকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মো. আবদুল মান্নান (৩৯) কেঁওচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সিকদারপাড়া এলাকার মুন্সি মিয়ার ছেলে।

 

রবিবার (১৪ জানুয়ারি) ভোরে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের কলঘর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

 

তিনি বলেন, গভীর রাতে স্কেভেটর দিয়ে ফসলি জমির টপসয়েল কেটে বিক্রি করার খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি। এ সময় একজনকে হাতেনাতে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তিনদিন বিনাশ্রম কারাদণ্ড দিই। জনস্বার্থে বালু ও মাটি দস্যুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন