চট্টগ্রাম শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

সাতকানিয়ায় টপসয়েল কাটায় অর্ধলক্ষাধিক টাকা জরিমানা

সাতকানিয়া সংবাদদাতা

১৩ জানুয়ারি, ২০২৪ | ৭:২৭ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি জমির টপসয়েল কাটার দায়ে দুই ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার (১৩ জানুয়ারি) উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গারাঙ্গিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাতকানিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

 

অভিযানে মাটির টপসয়েল কাটার দায়ে পৌরসভার দক্ষিণ রুপকানিয়া এলাকার মৃত ইমাম উদ্দিনের ছেলে মো. রেজাউল করিমকে (৩৫) ৫০ হাজার এবং মাটি পরিবহনের কাজে রেজিস্ট্রেশনবিহীন ডাম্পার ট্রাক ব্যবহার করার অপরাধে উপজেলার মৈশামুড়া এলাকার আহমদ সফির ছেলে মো. আরমানকে (২৩) ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট