চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

কক্সবাজারে চোরাচালানে জড়িত ৬ সদস্য গ্রেপ্তার

কক্সবাজার সংবাদদাতা

১৩ জানুয়ারি, ২০২৪ | ১২:০৫ পূর্বাহ্ণ

সমুদ্রের বিভিন্ন চ্যানেল দিয়ে অবৈধভাবে জ্বালানি অকটেন অন্যদেশে পাচারকালে কক্সবাজার দরিয়া নগর এলাকা থেকে ৬৯টি ড্রামে মোট ২৯০০ লিটার অকটেন উদ্ধার করেছে র‌্যাব-১৫। এ সময় পাচারের সহযোগীসহ ছয় কারবারিকে গ্রেপ্তার করা হয়।

 

শুক্রবার (১২ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

 

গ্রেপ্তাররা হল, উখিয়া সোনার পাড়া এলাকার মৃত আব্দুস ছালামের ছেলে মো. আয়াছ প্রকাশ রিয়াজ (২২), একই এলাকার আব্দুল্লাহর ছেলে মো. জসিম উদ্দিন (২০), মৃত হাজী আব্দুল মোতালেবের ছেলে মো. আলী আকবর (৩৮), আহম্মদ কবিরের ছেলে মো. সোহেল (১৯), হাসেমের ছেলে মো. এহাছান উল্লাহ প্রকাশ রহমত উল্লাহ (২৩) ও হিমছড়ি খুনিয়াপালং এলাকার মো. করিমের ছেলে মো. দেলোয়ার (২৪)।

 

র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয় চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পিছনে থাকা পিকআপের চালকসহ দুইজন দ্রুত পালিয়ে যায়। তাদের কাছ থেকে ২টি পিকআপ (রেজি: নং-চট্ট-মেট্রো-ন-১১-৮২৬৭ এবং অপরটি রেজিস্টেশনবিহীন পিকআপ) জব্দ করা হয়। এতে ৬৯টি ড্রামে সর্বমোট ২ হাজার ৯০০ লিটার অকটেন উদ্ধার করা হয়। এছাড়াও জব্দ করা হয় নগদ ১৮ হাজার ১০০ টাকা এবং ৩টি স্মার্ট ও ২টি বাটন মোবাইল ফোন।

 

পূর্বকোণ/আরাফাত/জেইউ/পারভেজ

শেয়ার করুন