কক্সবাজরের টেকনাফ নাফনদীর কেরুনতলী পয়েন্টে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪১০ ক্যান বিয়ার উদ্ধার করেছে কোস্ট গার্ড।
আজ শুক্রবার (১২ জানুয়ারি) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বিয়ারগুলো জব্দ করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউপির নাফনদী সংলগ্ন কেরুনতলী এলাকায় অভিযানে যায় কোস্টগার্ড। এ সময় নাফ নদী সংলগ্ন প্যারাবনের মধ্যে সন্দেহজনক কয়েকজন ব্যক্তির আনাগোনা লক্ষ্য করা যায়। কোস্টগার্ড সদস্যরা নদী থেকে তাদেরকে টর্চলাইট এবং বাঁশির মাধ্যমে থামার সংকেত দিলে তারা দ্রুত লোকালয়ে পালিয়ে যায়। সেখান থেকে পাঁচটি বস্তা উদ্ধার করে তল্লাশিপূর্বক গণনা করে ৪১০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার জব্দ করা হয়।
কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা এসএম তাহসিন রহমান জানান, জব্দকৃত বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ