কক্সবাজারের টেকনাফের সাগর উপকূলে এক জেলের টানা জালে বৃহৎ আকারের ভোলমাছ ধরা পড়েছে। যার ওজন ২০০ কেজি।
আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন।
তিনি বলেন, বঙ্গোপসাগর উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের শীলখালীর এক জেলের টানা জালে ভোলমাছটি ধরা পড়ে। মাছটির ওজন ২০০ কেজি। মাছ ব্যবসায়ী মো. ইউনুছ মাছটি ১ লাখ ৬০ হাজার টাকায় ক্রয় করেন। পরে প্রতি কেজি দেড়হাজার টাকায় বিক্রি করা হবে বলে সকাল থেকে শহরে মাইকিং করেছেন। সন্ধ্যার আগেই মাছটি বিক্রি হয়ে গেছে বলে শুনেছি।
তিনি বলেন, এটি গভীর সাগরের মাছ। হয়তো উপকূলের কাছাকাছি আসায় জেলের জালে ধরা পড়েছে। অত্যন্ত সুস্বাদু এ মাছের বৈজ্ঞানিক নাম ‘অরেঞ্জ স্পট গ্রুপার’। এ মাছ আকার এবং ওজনে আরও অনেক বড় হয়ে থাকে। তাছাড়া ভোল মাছ বিভিন্ন জাতের রয়েছে।
পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ