সৌদি আরব থেকে ছুটিতে এসে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে টেকনাফ-উখিয়ার প্রতিদ্বন্দ্বী একজন প্রার্থী পেয়েছেন মাত্র ২৪৬ ভোট। জামানত তো নিশ্চিত হারিয়েছেনই উপরন্তু বিষয়টি নিয়ে সর্বত্র মুখরোচক আলোচনা চলছে।
উখিয়ার ভালুকিয়া পালংয়ের বাসিন্দা মোক্তার আহমদের ছেলে সৌদি আরব প্রবাসী মুজিবুল হক মুজিব দেশে আসেন গত বছরের অক্টোবরে। ছুটিতে এসে তিনি বনে যান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী। যোগ দেন কিংস পার্টি খ্যাত তৃণমূল বিএনপিতে।
রবিবার (৭ জানুয়ারি) রাতে ঘোষিত ভোটের ফলাফলে কক্সবাজার-৪ আসন থেকে নির্বাচন করা মুজিবুল হক মুজিব (সোনালী আঁশ) ২৪৬ ভোট পেয়েছেন।
এর মধ্যে নিজ উপজেলা উখিয়ায় পেয়েছেন ১৬৯ ভোট এবং টেকনাফ উপজেলায় ৭৭ ভোট। এই আসনের সাত প্রার্থীর মধ্যে তাঁর অবস্থান সবার নিচে।
পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ