চট্টগ্রাম-৮ আসনের বোয়ালখালী অংশের ৭৮টি কেন্দ্রে ভোট পড়েছে ৩৬.০১ শতাংশ। এতে মোট ভোটার রয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৪০ জন। এর মধ্যে ভোট পড়েছে ৬৯ হাজার ১৯৩টি। বাতিল হয়েছে ১ হাজার ২২টি। বৈধ ভোট ৬৮ হাজার ৭১টি।
এই আসনে ১০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম কেটলি প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ১৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরী ফুলকপি প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৫৭০ ভোট।
এছাড়া জাতীয় পার্টির প্রার্থী সোলায়মান আলম শেঠ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬৬৪ ভোট, ইসলামী ফ্রন্টের প্রার্থী আবদুন নবী মোমবাতিতে পেয়েছেন ৪ হাজার ২১০ ভোট, তৃণমূল বিএনপির প্রার্থী সন্তোষ শর্মা সোনালী আঁশ প্রতীকে ১২২ ভোট, বিএনএফের প্রার্থী আবুল কালাম আজাদ টেলিভিশন প্রতীকে পেয়েছেন ৮১ ভোট, কল্যাণ পার্টির প্রার্থী মো. ইলিয়াছ হাতঘড়ি প্রতীকে পেয়েছেন ৬৪ ভোট, এনপিপির প্রার্থী অধ্যাপক কামাল পাশা আম প্রতীকে পেয়েছেন ৫১ ভোট, বাংলাদেশ কংগ্রেস মহিবুর রহমান বুলবুল ডাব প্রতীকে পেয়েছেন ২৪ ভোট ও ইসলামিক ফ্রন্টের প্রার্থী আল্লামা ফরিদ উদ্দিন চেয়ার প্রতীকে পেয়েছেন ৭৪৭ ভোট।
পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ