চট্টগ্রাম রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

মহেশখালীতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা

মহেশখালী সংবাদদাতা

৭ জানুয়ারি, ২০২৪ | ৬:৪৯ অপরাহ্ণ

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে শান্তিপূর্ণ পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

 

আজ রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

 

সরেজমিনে দেখা যায়, কনকনে শীত উপেক্ষা করে ভোটাররা কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সকালে ভোটার উপস্থিতি কম হলেও দুপুরের পর কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি দেখা যায়। আবার অনেক ভোটার ভোট দিতে কেন্দ্রে যায়নি। তবে কেন্দ্রগুলোয় নৌকা প্রতীকের এজেন্ট থাকলেও নোঙ্গর প্রতীকের এজেন্টদের তেমন দেখা যায়নি। এদিকে দুপুরের পর গোরকঘাটা মহেশখালী কেন্দ্র থেকে নোঙ্গর প্রতীকের সমর্থকরা নৌকার এজেন্টদের বের করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেন, উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মহেশখালী-কুতুবদিয়া আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। আমার আসনটি ৩য় বারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই।

 

সহকারী রিটানিং কর্মকর্তা ও মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীকি মারমা বলেন, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ছিলেন সতর্ক পাহারায়।

 

 

পূর্বকোণ/হোবাইব/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট