চট্টগ্রামের বাঁশখালী উত্তর সরল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তার মাথা ফেটে গেছে।
রবিবার (৭ জানুয়ারি) বিকাল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পৌনে ৩টার দিকে উত্তর সরল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান এমপি মোস্তাফিজুর রহমান। সাথে সাথে উনাকে ঘিরে ধরে অবরুদ্ধ করে রাখা হয়। এক পর্যায়ে তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। তার ওপর ঢিল ছুড়ে মারা হয়। এতে তার মাথা ফেটে যায়। এ সময় তার অনুসারীদেরও ধাওয়া দেওয়া হয়। পরে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনাস্থলে পুলিশ, বিজিবি রয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ