চট্টগ্রাম রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

সীতাকুণ্ডে ভোটকেন্দ্র পরিদর্শনে কমনওয়েলথ প্রতিনিধিদল

সীতাকুণ্ড সংবাদদাতা

৭ জানুয়ারি, ২০২৪ | ১:০০ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন কমনওয়েলথের প্রতিনিধি দল। টেরি ডেইল ও সব্যসাচী ব্যানার্জি নামে কমনওয়েলথের প্রতিনিধি দলের দুই সদস্য রবিবার (৭ জানুয়ারি) সকালে সীতাকুণ্ড ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। এরপর তারা পৌর সদরের সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।

 

ডিগ্রি কলেজ কেন্দ্রে উপস্থিত প্রতিনিধি দলের সদস্যদের ভোটকেন্দ্র ঘুরিয়ে দেখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার কেএম রফিকুল ইসলাম। প্রায় দেড় ঘণ্টার বেশি সময় ধরে এ কেন্দ্রটিতে অবস্থান নেন তারা। এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা ভোটদান পদ্ধতির বিস্তারিত তথ্য-উপাত্ত তাদের সামনে উপস্থাপন করেন।

 

পরবর্তীতে প্রতিনিধি দলটি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যান, সেখানেও এক ঘণ্টার মতো অবস্থান করেন। তবে পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন তারা।

 

সহকারী রিটার্নিং কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বলেন, কমনওয়েলথের প্রতিনিধি দলের সদস্যরা পরিদর্শনকালে ভোটদান পদ্ধতি এবং ভোটারদের সঙ্গে কথা বলে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট