চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

বোয়ালখালীর ৭৮টি কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম

বোয়ালখালী সংবাদদাতা

৬ জানুয়ারি, ২০২৪ | ৬:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রাম-৮ আসনে বোয়ালখালী উপজেলার ৭৮টি কেন্দ্রে পৌঁছে গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালেট বাক্সসহ ভোটের প্রয়োজনীয় সরঞ্জাম। ভোটের দিন সকালে পৌঁছাবে ব্যালট পেপার। প্রতি কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা সংগ্রহ করেছেন এসব উপকরণ।

 

শনিবার (৬ জানুয়ারি) সকাল ১১টা থেকে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ থেকে এসব নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়।

 

এ আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে দুই স্বতন্ত্র প্রার্থীকে ঘিরে ভোটের আমেজ বিরাজ করছে বোয়ালখালীতে। সংঘাত সংঘর্ষের শঙ্কাও রয়েছে।

 

স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম (কেটলি) ও বিজয় কুমার চৌধুরীকে (ফুলকপি) নিয়ে বিভক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা। এতে সামিল হয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। ফলে ভোটের মাঠে প্রভাব বিস্তারের আশঙ্কা করেছেন সাধারণ ভোটাররা।

 

ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরী অভিযোগ করে বলেন, বোয়ালখালীতে তিন ইউপি চেয়ারম্যান অপর স্বতন্ত্র প্রার্থীর হয়ে এলাকার সাধারণ ভোটারদের প্রলুব্ধ করছেন। তাদের পছন্দের প্রার্থীকে ভোট না দিলে উপকারভোগী কার্ড বাতিলের হুঁশিয়ারি দিচ্ছেন। তারা ফুলকপি প্রতীকের কর্মী সমর্থকদের হুমকি ধমকি প্রদান করছেন বলে অভিযোগ বিজয় কুমার চৌধুরী।

 

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন সজীব বলেন, ৭৮টি কেন্দ্রে ব্যালেট পেপার ছাড়া নির্বাচনী সকল সরঞ্জাম পৌঁছে গেছে। সকালে পৌঁছানো হবে ব্যালেট পেপার।

 

ভোট গ্রহণের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে জানিয়ে তিনি বলেন, প্রার্থীদের কাছ থেকে নির্বাচন সংক্রান্ত কোনো অভাব-অভিযোগ পাইনি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।

 

 

পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন