চট্টগ্রাম রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

স্বামী-স্ত্রীর পথরোধ করে মোবাইল ছিনতাই, বায়েজিদে দু’জন ধরা

নিজস্ব প্রতিবেদক

৬ জানুয়ারি, ২০২৪ | ৫:১৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বায়েজিদে ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ছোরা, ছিনতাই করা মোবাইল, মানিব্যাগ ও নগদ ১ হাজার টাকা উদ্ধার করা হয়।

 

শনিবার (৬ জানুয়ারি) সকাল পৌনে ১০টায় লিংক রোডের ছিন্নমূল ১ নম্বর গেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো- কক্সবাজারের পেকুয়া থানার ফাঁসিয়াখালী এলাকার মোক্তার আহম্মদ রাজুর ছেলে মো. আশরাফুল ইসলাম সোহেল প্রকাশ বাবু (২১) ও ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানার বিটঘর এলাকার মৃত মোসলেম সওদাগরের ছেলে মো. লোকমান (১৯)।

 

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, গত ২ জানুয়ারি বাদী মো. মহিউদ্দীন হৃদয় স্ত্রীকে নিয়ে পতেঙ্গা সি-বিচে বেড়াতে যান। ফেরার পথে লিংক রোডের ছিন্নমূল ১ নম্বর গেট এলাকায় রাস্তার পাশে চা খাচ্ছিলেন তারা। চা খেয়ে দু’জন গাড়িতে উঠতে গেলে চারজন লোক তাদের পথরোধ করে দুটি মোবাইল, মানিব্যাগ ও নগদ ৭ হাজার টাকা এবং গাড়ির ডকুমেন্টস ছিনিয়ে নেয়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল পৌনে ১০টায় ছিন্নমূল ১ নম্বর গেট এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি ছোরা, ছিনতাই করা মোবাইল, মানিব্যাগ ও নগদ ১ হাজার টাকা উদ্ধার করা হয়। অভিযুক্ত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট