চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

সংসদ নির্বাচন: রাউজানে ৫ প্রার্থীর কুশল বিনিময়

রাউজান সংবাদদাতা

৩ জানুয়ারি, ২০২৪ | ৯:৪৯ অপরাহ্ণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের পাঁচ প্রার্থী কুশল বিনিময় করেছেন সাধারণ ভোটারদের সাথে। বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মুন্সিরঘাটায় প্রার্থীরা এ সাক্ষাত ও মতবিনিময় করেন।

 

এতে বর্তমান সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীসহ অন্য প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শফিউল আজম (ট্রাক), জাতীয় পার্টি (জিএম কাদের) মনোনীত প্রার্থী সফিকুল উল আলম চৌধুরী (লাঙ্গল), তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মো. ইয়াহিয়া জিয়া চৌধুরী (সোনালী আঁশ) ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী স.ম জাফর উল্লাহ (চেয়ার)।

 

এ সময় প্রার্থীরা আগতদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তারা নির্বাচনী পরিবেশ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উত্তর জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মেজবাহ উদ্দিন আকবর, জাহাঙ্গীর আলম প্রমুখ।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট