টেকনাফের সাবরাং সীমান্ত এলাকায় ১ লাখ ইয়াবা ফেলে পালিয়েছে ইয়াবা পাচারকারীরা। পরে ঘটনাস্থল থেকে এসব ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ ইয়াবার মূল্য তিন কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সাবরাং সীমান্ত এলাকায় দিয়ে মাদকের একটি চালান আসছে- এমন তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার গভীর রাতে সেখানে অবস্থান নেয় বিজিবি। এ সময় তিন-চারজন ব্যক্তি নাফ নদী পার হয়ে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে আচারবুনিয়া এলাকায় লবণের মাঠের দিকে আসার সময় বিজিব তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির অবস্থান বুঝতে পেরে তারা দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। চোরাকারবারীদের ধরতে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ