চট্টগ্রামের পটিয়ায় হুইপ সামশুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারণার গাড়িবহরে গুলিবর্ষণ ও হামলার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩১ ডিসেম্বর) ভোরে উপজেলার কুসুমপুরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পটিয়া থানা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য লিটন বড়ুয়া (৫২), যুবলীগ নেতা মইন উদ্দিন মনির (৪৮), মাহমুদুল হাসান মিছবাহ (২৫), নাফিস ইকবাল (২২) ও সাদমান বিন আসাদ (১৮)।
এর আগে শনিবার কুসুমপুরা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারণার গাড়িবহরে গুলিবর্ষণ ও হামলা করে নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলামের অনুসারীরা। ওই ঘটনায় হুইপের গাড়িসহ ৬-৭টি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় ঈগল প্রতীকের ২ সমর্থক গুলিবিদ্ধ হয়। আহত হন হুইপের আপন ছোট ভাই-বোনসহ ২৫ জন কর্মী-সমর্থক। ওই দিন দুই দফায় হামলার ঘটনায় পটিয়া থানায় হুইপ সামশুল হকের দুই ভাই বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে পটিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত) মো. সোলাইমানের সঙ্গে যোগাযোগ করা হলে কোন সাড়া মেলেনি।
পূর্বকোণ/রবিউল/এএইচ