কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ৫০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাত ২টা ২০মিনিটের দিকে বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকে এই আগুনের ঘটনা ঘটে। এতে ৫১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট ও আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় রোহিঙ্গারা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। খুব দ্রুতই আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি। প্রাথমিকভাবে ধারণা করছি- ৫০টির মতো ঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এই অগ্নিকাণ্ড পরিকল্পিত নাকি দুর্ঘটনা, সেই রহস্য উদ্ঘাটনের তৎপরতা অব্যাহত আছে বলে জানান ৮ এপিবিএনের অধিনায়ক মো. আমির জাফর।
পূর্বকোণ/এএইচ