চট্টগ্রাম শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালীতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ

বাঁশখালী সংবাদদাতা

৩০ ডিসেম্বর, ২০২৩ | ১১:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়িতে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান সিআইপির নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে।

 

শনিবার (৩০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে পুঁইছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছলিমার বাপের দোকান এলাকায় নির্বাচনী ক্যাম্পে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় ও ঈগল প্রতীকের সমর্থকদের অভিযোগ, নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর কর্মীরা মিছিল নিয়ে এ সড়ক পথে মিয়া মার্কেটের দিকে যাওয়ার সময় ঈগলের নির্বাচনী কার্যালয়ে ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর করে। এই মিছিলে মোস্তাফিজুর রহমান চৌধুরী ছিলেন।

 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহাম্মদ বলেন, প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী সমর্থকদের নিয়ে গণসংযোগের মিছিল নিয়ে যাচ্ছিলেন। এ সময় মিছিল থেকে বের হয়ে ৫-৬ জন ছেলে ঈগলের নির্বাচনী কার্যালয়ে ঢুকে হামলা চালিয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। পরে পুলিশ, নির্বাচনী দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট, গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা সর্ম্পকে সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মোহাম্মদ সোহানুর রহমান সোহাগ বলেন, পুঁইছড়িতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয় লোকজনদের সাথে কথা হয়েছে। কারা এ ঘটনার সাথে জড়িত তদন্ত করে আইনগত ব্যবস্থা চলছে।

 

 

পূর্বকোণ/অনুপম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট