চট্টগ্রাম শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

কাপ্তাইয়ে বুনোহাতির আক্রমণে একজন আহত

নিজস্ব প্রতিবেদক

৩০ ডিসেম্বর, ২০২৩ | ৩:৪০ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলায় এবার বুনোহাতির আক্রমণে চাইসুই অং মারমা (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। আহত চাইসুই অং জামাইছড়ি মারমা পাড়ার বাসিন্দা।

 

শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার ৩ নম্বর চিৎমরম ইউনিয়নের জামাইছড়ি এলাকায় এই ঘটনা ঘটেছে।

 

বিষয়টি নিশ্চিত চিৎমরম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী জানান, আহত চাইসুই অং মারমাসহ কয়েকজন সঙ্গী আজ ৬টার দিকে চিৎমরম সাপ্তাহিক হাটের দিকে আসছিলেন। পথিমধ্যে তিনি হাতির আক্রমণের শিকার হন। তার সঙ্গীরা চিৎকার করলে হাতিটা তাকে আহত করে চলে যান। পরে স্থানীয়রা তাকে কাপ্তাই উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

 

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওমর ফারুক রনি বলেন, হাতির আক্রমণে এক আহত ব্যক্তিকে শনিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। তার আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে।

 

এর আগে, বুধবার (২৭ ডিসেম্বর) একই উপজেলার রাইখালী ইউনিয়নের সীতাপাহাড় মারমা পাড়ায় হাতির আক্রমণে অংশেহ্লা মারমা (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট