চট্টগ্রাম সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

আধিপত্য বিস্তারে রোহিঙ্গা ক্যাম্পে যুবক খুন!

উখিয়া সংবাদদাতা

২৯ ডিসেম্বর, ২০২৩ | ১০:৫৯ অপরাহ্ণ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে দিল মোহাম্মদ (২৮) নামের এক রোহিঙ্গাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

 

শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জামতলী রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর ব্লক-ই/১২ এর শফি আলমের বসতঘরের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

নিহত দিল মোহাম্মদ ১৫ নম্বর ক্যাম্পের ১১/ই-ব্লকের আবুল হাশিমের ছেলে।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. শামীম হোসেন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জামতলী ক্যাম্পে এক রোহিঙ্গা যুবককে অজ্ঞাতনামা ১২ থেকে ১৪ জন রোহিঙ্গা সন্ত্রাসী ধাওয়া করে। পরে ১৫ এর ব্লক-ই/১২ এর শফি আলমের বসতঘরের সামনে তাকে গুলি করে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন ভিকটিমকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

পূর্বকোণ/মানিক/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট