চট্টগ্রাম সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

আনোয়ারায় ৩ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ

আনোয়ারা সংবাদদাতা

২৮ ডিসেম্বর, ২০২৩ | ৪:১৭ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় মৎস্য আড়তে সরকার নিষিদ্ধ ৩ মণ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। পরে ওই মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোরে উপজেলার কালাবিবির দিঘির মোড় মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইশতিয়াক ইমন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক ও মেরিন ফিসারিজ অফিসার মো. হুজ্জাতুল ইসলাম।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পিরনহা মাছ বিক্রির দায়ে কুমিল্লাহ দাউদকান্দি এলাকার মো. নাজমুল নামে এক গাড়ি চালক ও চালানদার মোহাম্মদ শাহীনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

মৎস্য কর্মকর্তা মো.রাশিদুল হক বলেন, পিরানহা মাছ চাষ ও বিক্রয় সম্পন্ন নিষিদ্ধ। এই মাছ মৎস্য চাষের জন্য ক্ষতিকর।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট