চট্টগ্রাম শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

জীবিত ঈগল নিয়ে প্রচারণার দায়ে সমর্থককে জরিমানা

সাতকানিয়া সংবাদদাতা

২৭ ডিসেম্বর, ২০২৩ | ১০:২১ অপরাহ্ণ

চট্টগ্রাম-১৫ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেবের প্রচারণা ক্যাম্পে জীবিত ঈগল ব্যবহারের দায়ে মো. আসাদুজ্জামান (৩৯) নামে এক সমর্থককে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মাদার্শা ইউনিয়নে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।

 

তিনি বলেন, সাতকানিয়া মাদার্শা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে জীবিত ঈগল দিয়ে প্রচারণা চালানোয় এক ব্যক্তিকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোটের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অভিযান অব্যাহত থাকবে।

 

 

পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট