চট্টগ্রাম সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

সন্দ্বীপের চর দখলের ঘটনায় গুলিবিদ্ধ আরেকজনের মৃত্যু

সন্দ্বীপ সংবাদদাতা

২৩ ডিসেম্বর, ২০২৩ | ১১:৩৯ অপরাহ্ণ

সন্দ্বীপ উপজেলার মেঘনা নদীতে চর দখল করে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ আরেক জনের মৃত্যু হয়েছে। নিহতের নাম নুর হোসেন (৩৫)। তিনি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় আড়াই মাস ধরে চিকিৎসাধীন ছিলেন। নুর হোসেন সুবর্ণ চর উপজেলার চর মজিদের মো. মোস্তফার ছেলে।

 

গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় সন্দ্বীপের দক্ষিণ পশ্চিম অংশে কালিরচর এলাকায় চর দখলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা মৎস্য কর্মকর্তা ও কোস্ট গার্ডের দুই সদস্য আহত হয়েছিলেন। সুবর্ণচর উপজেলার মাইন উদ্দিন মাঝি ও অলি মাঝি সন্দ্বীপের পশ্চিমে ভাষানচরের কূলে নতুন চর দখল করে খসকি জাল দিয়ে মাছ শিকার করে আসছিল। চলতি বছর থেকে সেই খসকি দখলের চেষ্টা চালায় কেফায়েত বাহিনী। ঘটনার দিন সন্দ্বীপ উপজেলা মৎস কর্মকর্তা কোস্টগার্ডকে সাথে নিয়ে অবৈধ খসকির কিছু খুঁটি কেটে দেয়। পরে সেখানে কেফায়েত বাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকা থেকে এসে মাঈন উদ্দিন মাঝি, মৎস কর্মকর্তা ও কোস্ট গার্ডের উপর হামলা চালায়। সেখানে ৫ জন গুলিবিদ্ধ হয়।

 

এ ঘটনায় আগে আরও তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলেন সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়ন এলাকার আবদুর রহমান (৪০) এবং একই উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ইসমাইল হোসেন রাজু (৪২), একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর আলাউদ্দিন গ্রামের আব্দুর রহিমের ছেলে মো.ইসমাইল হোসেন (৩০)।

 

পূর্বকোণ/নরোত্তম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট