চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

চকরিয়ায় সাফারি পার্কে ভবনের ছাদ চাপা পড়ে শ্রমিক নিহত

চকরিয়া-পেকুয়া সংবাদদাতা

২১ ডিসেম্বর, ২০২৩ | ১০:৪৫ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের পরিত্যক্ত ক্যান্টিনের ভবন ভাঙ্গার সময় (অপসারণ) ছাদ ধসে চাপা পড়ে মোহাম্মদ ইউনুছ (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছে। তাকে আছিয়া মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১টার দিকে ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের পরিত্যক্ত ক্যান্টিন ভাঙ্গার সময় এ দুর্ঘটনা ঘটে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফ্রেন্ডস ইন্টারন্যাশনালের হয়ে শ্রমিকের কাজ করে ইউনুছ। নিহত ইউনুছ উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মৃত নূর আহমদের ছেলে।

 

বঙ্গবন্ধু সাফারি পার্কের তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাফারি পার্ক এলাকায় একটি নতুন ক্যান্টিন নির্মাণ করা হচ্ছে। ফলে পরিত্যক্ত ক্যান্টিনটি ভাঙ্গার সময় ছাদ চাপা পড়ে এক শ্রমিক নিহতের ঘটনা ঘটে। চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

 

 

পূর্বকোণ/জাহেদ/আরআর/পারভেজ

শেয়ার করুন