চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়েছে। এতে বাস চাপায় সুধীর দাশ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
নিহত সুধীর চন্দ্র দক্ষিণ শীতলপুর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের জেলে পাড়ার বরদা দাসের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বারআউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ খোকন ঘোষ বলেন, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে স্ক্র্যাপ জাহাজের মেরিন মেশিনারিজ (পার্টস) দোকানে ঢুকে পড়ে। এসময় গাড়ির চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়। আহত আরও ২ জনকে উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেছে। বাস চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্বকোণ/পিআর/এসি